ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দীঘিনালায় নারী পাচারকারী আটক

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ১২:২০ এএম, ১৫ অক্টোবর ২০১৭

চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে নারী পাচারের অভিযোগে খাগড়াছড়ির দীঘিনালায় হাজেরা বেগম (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক হাজেরা বেগম মিলনপুরের বাসিন্দা মো. ওমর আলীর স্ত্রী। শনিবার সন্ধ্যায় মিলনপুরের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীঘিনালার মিলনপুর গ্রামের বাসিন্দা হাজেরা বেগম গার্মেন্টসে চাকরির দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবেশী তফুরা বেগম (১৬)-কে চলতি বছরের এপ্রিল মাসে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে নিয়ে যায়। একইভাবে তার কিছুদিন পর তফুরা বেগমের খালা দুই সহোদরা রোজিনা আক্তার (১৯) ও মিমি আক্তার (২২)-কেউ ভারতে নিয়ে যায়। ভারতে নিয়ে তিনজনকে দেহ ব্যবসায় যুক্ত করার চেষ্টা চালায়। পরে এ তিনজন হাজেরার প্রতারণার ফাঁদ থেকে বিভিন্ন উপায়ে চোরাই পথে জুলাই মাসের দিকে দেশে ফিরে আসে।

দেশে ফিরে আত্মীয়-স্বজনসহ প্রতিবেশীদের বিষয়টি জানান। সম্প্রতি হাজেরা বেগম দেশে আসলে স্থানীয়রা খবর দিলে পুলিশ তাকে আটক করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুুদ্দিন ভুঁইয়া বলেন, স্থানীয়রা খবর দিলে তাকে আটক করা হয়। পাচারের শিকার কিশোরী তফুরা বেগম (১৬) হাজের বেগমের বিরুদ্ধে দীঘিনালা থানায় মামলা দায়ের করেছে। আটক হাজেরা বেগমকে রোববার আদালতে প্রেরণ করা হবে।

মুজিবুর রহমান ভুইয়া/আরএস

আরও পড়ুন