বাউফলে হাত কেটে তিমির ছবি এঁকেছে এক কিশোর
আলোচিত অনলাইন গেম ব্লু হোয়েল (নীল তিমি) নিয়ে যখন সারাদেশে হৈচৈ চলছে ঠিক তখন পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরে রাকিব (১৫) নামে এক কিশোর নিজের হাত কেটে তিমি মাছের ছবি এঁকেছে। এ ঘটনায় উপজেলায় তোলপাড় শুরু হয়েছে। তবে রাকিব ব্লু হোয়েল গেম খেলে তার হাত কেটে তিমির ছবি এঁকেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কালাইয়া গোরস্থান রোডের দিনমুজর বাবুল হোসেনের ছেলে রাকিব প্রায় দুই বছর আগে স্থানীয় বড় পুকুর পাড়ে অবস্থিত রেজাউল করিমের মালিকানাধীন নোমান ক্রোকারিজ নামে একটি প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে কাজ নেয়। সপ্তম শ্রেণি পর্যন্ত সে লেখাপড়া করেছে। সংসারে অভাব অনটনের কারণে সে ওই প্রতিষ্ঠানে কাজ করে। সম্প্রতি রাকিব তার হাত কেটে তিমির ছবি আঁকে। তার হাতে তিমির ছবি দেখে সমবয়সী কিশোরদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নোমান ক্রোকারিজের মালিক রেজাউল করিম জানান, রাকিব স্যামসাং ব্রান্ডের একটি মুঠোফোন ব্যবহার করে। তবে সে ব্লু হোয়েল গেম চালায় কিনা তা তার জানা নেই।
রাকিবের বাবা বাবুল হোসেন বলেন, আমি মুর্খ মানুষ। এ ব্যাপারে কোনো ধারণা নেই।
কালাইয়া ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফকরুল ইসলাম জানান, রাকিব অশিক্ষিত। ব্লু হোয়েল গেম চালানোর জন্য শিক্ষিত হওয়া দরকার। রাকিবও ব্লু হোয়েল গেম খেলার বিষয়টি অস্বীকার করেছে।
তবে রাকিব কেন তার হাত কেটে তিমির ছবি এঁকেছে সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি।
আরএআর/জেআইএম