ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চট্টগ্রামের কুমিরা উপকূলে আম ভর্তি ট্রলার ডুবি

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০২:২১ পিএম, ২০ জুন ২০১৫

স্বন্দীপ যাওয়া পথে কুমিরা ঘাট এলাকায় একটি আম বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারটিতে ৫০-৬০ জন যাত্রী থাকলেও হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

জানা যায়, শনিবার বিকাল ৩টায় দশ টন আম নিয়ে কুমিরা ঘাট দিয়ে স্বন্দীপ যাচ্ছিল ট্রলারটি। কুমিরা ঘাট থেকে সমুদ্রের মাঝামাঝি  গিয়ে ডুবে যায় ট্রলারটি।

স্থানীয়রা জানান, জেলা পরিষদের মালিকানাধীন ট্রলারটি স্বন্দীপের কয়েকজন ব্যক্তি ইজারা নিয়ে এটি চালাচ্ছিল। পণ্য পরিবহনের পাশাপাশি এটি যাত্রীও পরিবহন করতো। ডুবে যাওয়া ট্রলারটিতে ৫০-৬০ জন যাত্রী ছিল বলে জানান স্থানীরা।

সীতাকুন্ড উপজেলা নির্বাহী ককর্মকর্তা শাহীন ইমরান জানান, ট্রলারটিতে কোন যাত্রী ছিল না। মাঝিমাল্লা মিলিয়ে মোট পাঁচজন লোক ছিল ট্রলারে। তারা সবাই নিরাপদে স্বন্দীপ উপকুলে উঠেছে।

আরএস/আরআই