ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: ০৬:২১ এএম, ২০ জুন ২০১৫

সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার আশকারপুর মোড়ে ট্রাক ও মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষে আব্দুল করিম (৫০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৫জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল করিম কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের কেফায়েত উল্লাহর ছেলে। আহতদের মধ্যে দুইজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন একই উপজেলার পূর্ব নলতা গ্রামের ইসরাইল গাজীর স্ত্রী সফুরা বেগম ও নওসের গাজীর ছেলে আনারুল ইসলাম। আহতদের দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএস/এমএস