ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সরাইলে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ০৭:০০ এএম, ১৯ জুন ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রহস্যজনক কারণে মারুফা আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে উপজেলার মুগলটুলা গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহত মারুফা মুগলটুলা গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে। সে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মারুফা তার নিজ ঘরে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে মারুফার কক্ষে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হলে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এদিকে মারুফার আত্মহত্যার বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় কয়েকজন প্রাভাবশালী লোক রহস্যজনক কারণে মারুফার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের পায়তারা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে মারুফার আত্মহত্যার কারণ সম্পর্কে তার স্বজনদের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।

স্থানীয়রা অভিযোগ করেন, মারুফার সঙ্গে একই উপজেলার একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মারুফার বাবা-মা সেই সম্পর্ক মেনে না নিয়ে অন্যত্র তার বিয়ে ঠিক করেন। এ ঘটনায় অভিমান করেই মারুফা আত্মহত্যা করে থাকতে পারে।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস