ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা

প্রকাশিত: ১১:৫৯ এএম, ১৮ জুন ২০১৫

ফেনীতে যুবলীগের দু`গ্রুপের সংঘর্ষের জের ধরে মোহাম্মদ মানিক (২৮) নামের এক যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার বালিগাও ইউনিয়নের ভাঙ্গার পুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মানিক সদর উপজেলার বালিগাওয় ইউনিয়নের উত্তর হকদি গ্রামের মোহাম্মদ শাহজাহানের ছেলে। তিনি এলাকায় যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ফেনী-২ আসনের সাংসদ নিজাম হাজারীর সমর্থক।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে ইউপি চেয়্যারম্যান মোজাম্মেল হক বাহার উদিদ্দের (হাতকাটা বাহার) সমর্থক স্থানীয় ইউপি সদস্য উজ্জল মেম্বার ফেনী আসে। পথিমধ্যে বালিগাও ইউনিয়নের মধুয়াই এলাকার আনোয়ারের দোকানের সামনে সিএনজি থেকে নামিয়ে পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন।

খরবটি ছড়িয়ে পড়লে দুপুর ২টার দিকে ইউনিয়েনের ভাঙ্গার পুল এলাকায় সিএনজি চালিত অটোরিকশা চালক এবং যুবলীগ কর্মী মানিককে গুলি করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে নেওয়ার পর কত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক তারিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জহিরুল হক মিলু/এআরএ/আরআই