ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ নিষিদ্ধ

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৫:০৫ এএম, ০৫ অক্টোবর ২০১৭

সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ সীমিত সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। পহেলা অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে গোটা সুন্দরবনের ভেতরে কোনো প্রকার মাছ ও কাঁকড়া আহরণ করা যাবে না। মূলত ইলিশের প্রজনন বৃদ্ধির জন্য এ আদেশ জারি করা হয়েছে।

সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) সোয়েব খান জানান, এই সময়ের মধ্যে সুন্দরবনে বনজীবীদের প্রবেশ অনুমতি দেয়া হবে না। ইতোমধ্যে প্রতিটি স্টেশন অফিসের পক্ষ থেকে জেলেদের সুন্দরবনে প্রবেশের অনুমতি বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, তবে পূর্বে যে সমস্ত জেলেরা যথাযথভাবে অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছে তাদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সুন্দরবনে অবস্থান করতে পারবেন।

এ বিষয়ে কোস্টগার্ড খুলনা চিফ অফিসার অপারেশনস লে. এমএইচআই সিদ্দিক বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সুন্দরবনে টহল জোরদার করা হয়েছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত কোনো জেলেকে সুন্দরবনের ভেতরে প্রবেশ করতে দেয়া হবে না।

আকরামুল ইসলাম/এফএ/আরআইপি

আরও পড়ুন