ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আশুরা উপলক্ষে মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়িতে ব্যাপক কর্মসূচি

আরিফুর রহমান বাবু | মানিকগঞ্জ | প্রকাশিত: ০২:৫৬ এএম, ০১ অক্টোবর ২০১৭

আজ মহররম মাসের ১০ তারিখ (১ অক্টোবর), পবিত্র আশুরা। মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে গভীর শোকের দিন। দিনটি যথাযথ মর্যদায় পালনের জন্য রাজধানীর অদূরে মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়িতে গ্রহণ করা হয়েছে ব্যাপক কার্যক্রম। বিকেল ৩টায় সেখান থেকে বের হবে শোক মিছিল।

ইমামবাড়িতে ১০ দিন আগে থেকেই ব্যাপক কার্যক্রম হাতে নেয়া হয়। শুধু শোক মিছিল বের করা নয়, ১০০ বছরের বেশি সময় ধরে কারবালার শোকবিধুর ঘটনা, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আসছে গড়পাড়া ইমামবাড়ি।

এবারও ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস ‘মহররমের’ চন্দ্রোদয়ের দিন থেকে ইমামবাড়ি প্রাঙ্গণ রূপ নিয়েছে শোকসংকুল ক্ষেত্রে। চন্দ্রোদয়ের দিন সন্ধ্যায় বেজে ওঠেছে ইমামবাড়ির দামামা। কারবালার যুদ্ধের স্মরণে প্রায় শতবর্ষ যাবৎ সংরক্ষিত আছে এ বিশাল ডঙ্কা। এরপর ইমামবাড়ির দ্বার উদ্ঘাটন করা হয়। শুরু হয়ে গেছে বিভিন্ন কার্যক্রম। প্রত্যহ সকাল ও সন্ধ্যায় আয়োজিত হয়েছে মিলাদ, ফাতেহা, নেয়াজ, মার্সিয়া-মাতম। এর সঙ্গে ইমাম হোসেনের সততা ন্যায় নিষ্ঠার কথাও শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

মহররমের ১ তারিখ থেকে বের হয়েছে ২৮টি কাসেদের দল। কারবালার বেদনা-বিধুর ঘটনা জারি-মার্সিয়ার মাধ্যমে প্রচারের জন্য ইমামবাড়ি কর্তৃপক্ষের নির্দেশে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে মানিকগঞ্জ জেলার প্রায় সর্বত্র, বৃহত্তর ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, পাবনা, রাজশাহী, নাটোর জেলার লালপুরসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে চলে গেছে কাসেদের দল।

সপ্তাহকালের বেশি সময় পর আজ (আশুরার দিন) ইমামবাড়িতে ফিরে আসবে তারা। আশুরার দিন জোহরের নামাজের পর পবিত্র নেয়াজ পর্ব শেষে বের হবে বিরাট শোক মিছিল। বাংলা একাডেমির এক সমীক্ষায় জানা গেছে, গড়পাড়া ইমামবাড়ির মহররমের মিছিলটিই সম্ভবত দেশের বৃহত্তম শোক মিছিল।

‘হায় হোসেন-হায় হোসেন’ ধ্বনিতে আকাশ-বাতাস প্রকম্পিত করে মানিকগঞ্জ শহরের উদ্দেশে বিশাল মিছিলের যাত্রা শুরু হবে বেলা ৩টায়।

পবিত্র তাজিয়া-তাবুৎ, দুলদুল ও কারবালার স্মৃতিবহনকারী হাজার হাজার লাল সবুজ ও কালো নিশান সম্বলিত মিছিল মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে মাগরিবের নামাজের সময় গিয়ে উপস্থিত হবে। হাজার হাজার ইমাম ভক্ত রোজা শেষে ইফতার করবেন কলেজ মাঠে। তারপর শুরু হবে ইমাম হোসেন ও তার ৭২ সঙ্গীর স্মরণে শোকসভা।

গড়পাড়া ইমামবাড়ি দরবার শরিফের খাদেম শাহ্ মোখলেছুর রহমানের সভাপতিত্বে ওই স্মরণসভায় স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত থাকবেন। কারবালার মহান শহীদদের আত্মার প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি মুসলমানদের শান্তি, সম্প্রীতি ও সংহতি এবং বিশ্ব শান্তির জন্য বিশেষ মোনাজাত করা হবে।

এ ছাড়া তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজি, সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, দেশবরেণ্য বাউল শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম ও কুড়িগ্রামের সংসদ সদস্য মোহাম্মদ রুহুল আমিন, মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম, মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহিউদ্দীন, মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক পৌর মেয়র রমজান আলী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইকবাল খানসহ দেশের ও মানিকগঞ্জের বিশিষ্ট ব্যক্তিগণও আজ (রোববার) গড়পাড়া ইমামবাড়িতে যাবেন এবং হজরত ইমাম হোসেন স্মরণে নানা কর্মকাণ্ডে অংশ নেবেন।

এআরবি/আরএস/আরআইপি

আরও পড়ুন