মুজাহিদের রায় বহাল রাখায় ফরিদপুরে আনন্দ মিছিল
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখায় তার নিজ জেলা ফরিদপুরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও কুশপুতুল দাহ করা হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজ ক্যম্পাস থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোতয়ালী থানা সংলগ্ন আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে শেষ হয়।
পরে বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃত্বে আরেকটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিষ্টি বিতরণ করা হয়।
ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর তার বক্তব্যে বলেন, মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখায় ফরিদপুর কলঙ্কমুক্ত হল। পাশাপাশি বর্তমান সরকারের প্রতি তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন এবং মুজাহিদের মতোই দেশের অন্যান্য অপরাধীর দ্রুত বিচার কার্যকরের দাবি জানান। পরে আলী আহসান মুহাম্মদ মুজাহিদের কুশপুতুল দাহ করা হয়।
মিছিলে রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এসএস/আরআইপি/এসআরজে