ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হাকিমপুরে ৪ ভুয়া ডিবি আটক

প্রকাশিত: ০২:৫২ পিএম, ১৫ জুন ২০১৫

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে চার ভুয়া ডিবিকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুর-জয়পুরহাট সড়কে উপজেলার মহিলা ডিগ্রি কলেজ গেটের সামনে তাদের জনতা আটক করে। পরে খবর পেয়ে থানা পুলিশ তাদের উদ্ধার করে।

আটকরা হলেন, রংপুর শহরের কামাল কাচনা গ্রামের মৃত সুশীল চন্দ্র রায়ের ছেলে রিপন চন্দ্র (৩২), একই এলাকার লালবাগ আলম নগর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩০) ও বাবু খাঁ গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে মো. মামুন (৩৩) এবং চট্রগ্রাম হালি শহরের বাসা-১৯ লেন-১০ রোড নং-০২ ব্লক বি এর বাসিন্দা মো. নুরুজ্জামানের ছেলে আরিফ (২৫)।

হাকিমপুর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইয়ুম জানান, ডিবি পুলিশ পরিচয় দিয়ে তারা উপজেলার মহিলা ডিগ্রি কলেজ গেটের সামনে চেকপোস্ট বসিয়ে মটরসাইকেল তল্লাশি চালায়। একপর্যায়ে তারা একটি রেজিস্ট্রেশন বিহীন একটি মটরসাইকেল আটক করে সেটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় উপস্থিত জনতা তাদের আটক করে গণধোলাই দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। তাদের নিকট থেকে একটি হ্যাণ্ডকাপ এবং একটি ভারতীয় বাজাজ কোম্পানির ১৩৫ সিসি মটরসাইকেল জব্দ করা হয়। হাকিমপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকলেছুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এআরএ/আরআই