ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘রোহিঙ্গাদের সামাল দেয়া বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ’

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০২:০৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৭

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, মিয়ানমারে নির্যাতিত হয়ে আসা ৪ লাখ ৩৬ হাজার রোহিঙ্গাদের সামাল দেয়া বাংলাদেশ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গাদের খাদ্য, চিকিৎসা ও সেনিটেশনের ব্যবস্থা করা দরকার। রোহিঙ্গাদের সাহায্যার্থে বিশ্বের সকল দাতা সংস্থার এগিয়ে আসা উচিত।

শনিবার বিকেলে কক্সবাজারস্থ ‘ইউএনএইচসিআর’ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মিয়ানমারকে অবশ্যই এই সহিংসতা বন্ধ করতে হবে এবং রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নেয়ার ক্ষেত্রে নিপীড়ন বন্ধ করা অপরিহার্য। বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন অত্যন্ত ভালো একটি পদক্ষেপ। এই কর্মসূচি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে কাজ দেবে।

এর আগে ফিলিপো গ্রান্ডি শুক্রবার দুপুরে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন বস্তিঘর ঘুরে দেখেন।

এ সময় মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে আসা নির্যাতিত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুঃখের কাহিনী মনযোগ দিয়ে শুনেন।

সায়ীদ আলমগীর/এএম/আইআই