ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পেট্রলবোমা দিয়ে মানুষ মারার নাম রাজনীতি নয় : আইজিপি

প্রকাশিত: ১২:৩২ পিএম, ১৪ জুন ২০১৫

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক বলেছেন, পেট্রলবোমা আর বাসে আগুন দিয়ে মানুষ মারার নাম আন্দোলন নয়, তাকে রাজনীতিও বলে না। রোববার দুপুরে চট্টগ্রামে আরএফ পুলিশ প্লাজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, স্বাধীনতার আগেও আমরা অনেক আন্দোলন দেখেছি। কিন্তু এ ধরনের নির্মম আন্দোলন দেখিনি। রাজনীতিবিদদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আন্দোলন সংগ্রাম করেন, সমস্যা নাই। কিন্তু নিয়মতান্ত্রিক আন্দোলন করতে হবে। দেশকে আমরা জঙ্গি রাষ্ট্রে পরিণত হতে দেব না।

পুলিশ প্রধান বলেন, যেকোনো ধরনের জঙ্গি তৎপরতা দমনে প্রস্তুত রয়েছে পুলিশ। সারাদেশের যেকোনো স্থানে জঙ্গি তৎপরতাকে কঠোর হস্তে দমন করা হবে। পুলিশদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের আচরণ হতে হবে গণমুখি। দেশের কল্যাণে কাজ করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহাপরিদর্শক মঈনুর রহমান চৌধুরী, সিএমপি কমিশনার মোহা. আব্দুল জলিল মন্ডল, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল।

নগরীর নন্দনকানন এলাকায় আরএফ পুলিশ প্লাজার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম।

বিএ