ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৩ কর্মীকে হত্যার ঘটনায় ইউপিডিএফের নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: ০৬:১১ এএম, ১৪ জুন ২০১৫

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি জেলা ইউনিট প্রধান সংগঠক উজ্জ্বল স্মৃতি চাকমা সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিন ইউপিডিএফ সদস্যকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। রোববার সকালে রাঙামাটি জেলার লংগদু উপজেলার ভাইবোনছড়া গ্রামে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে তিন ইউপিডিএফ সদস্য নিহত হয়।

ওই ঘটনার জন্য প্রতিপক্ষ জনসংহতি সমিতি (জেএসএস)কে দায়ী করে বিবৃতিতে ঘটনার বর্ণনা দিয়ে ইউপিডিএফ নেতা বলেন, রোববার সকালে ইউপিডিএফ সদস্যরা লংগদু উপজেলার ভাইবোনছড়া গ্রামে যুদ্ধমনি চাকমার বাড়িতে অবস্থান করছিলেন। সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী সেখানে হানা দিয়ে হঠাৎ করে ব্রাশফায়ার করে তিন ইউপিডিএফ সদস্যকে হত্যা করে।

নিহতরা হলেন, ভাইবোন ছড়া গ্রামের তুলমনি চাকমার ছেলে ও বাড়ির মালিক (ইউপিডিএফ সদস্য) যুদ্ধমনি চাকমা ওরফে অমিত (৩২), লংগদুর বড় কাট্টলী  গ্রামের রস্তম চাকমার ছেলে রূপময় চাকমা ওরফে সুজয় (৩০) এবং নানিয়ারচরের ছোট করল্যাছড়ির নারায়ণ চাকমার ছেলে সুমন চাকমা (২৫)।

বিবৃতিতে অবিলম্বে ইউপিডিএফের তিন সদস্যকে হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সুশীল চাকমা/এসএস/এমএস