ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সারাদেশ ক্ষুধামুক্ত করতে কৃষকদের সহায়তা করছে সরকার

প্রকাশিত: ০৩:১২ পিএম, ১২ জুন ২০১৫

বর্তমান সরকার সমগ্র দেশে খাদ্য নিরাপত্তা, পুষ্টি, আয় নিশ্চিত ও দেশ থেকে ক্ষুধা, দরিদ্র দূরীকরণের জন্য কৃষক পরিবারের মাঝে ব্যাপক হারে বিনিয়োগ ও কৃষি সরঞ্জাম সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শুক্রবার সিলেটের গোলাপগঞ্জে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

গোলাপগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট কৃষি অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ খায়রুল বাশার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফখরুজ্জামান, মৎস্য কর্মকর্তা ফনীন্দ চন্দ্র সরকার প্রমুখ।

এরপর শিক্ষামন্ত্রী গোলাপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অবসর গ্রহণকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বলেন, শিক্ষকরা শুধু শিক্ষার্থীদের জন্য শিক্ষক নয়। তারা মানব সম্পদ ও মানুষ গড়ার মূল কারিগর। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সমাজ ও জাতির উন্নয়নে এবং আগামী প্রজন্মের মূল শক্তি।

মন্ত্রী বলেন, বর্তমানে শিক্ষা খাতে কোনো দুর্নীতি নেই। কোমলমতি শিক্ষার্থীরা বছরের শুরুতেই পাঠ্যবই হাতে পাচ্ছেন। শত বাধার পরও সময় মত ক্লাস শুরু ও পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া এবং ফলাফল বের করা হয়। এতে করে শিক্ষার্থীরা কোনো অবস্থায় পিছিয়ে নয়। আমাদের আগামী প্রজন্ম বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে তাদের যুগপযোগী শিক্ষা দিয়ে বিশ্বমানের জ্ঞান, দক্ষতা, নৈতিক মূল্যবোধ ও সততার মাধ্যমে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এতে সম্মিলিত ভাবে সহযোগিতা করতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবা উন্নীত করেছে, বিদ্যুৎ খাতে সমগ্র দেশে সাড়ে ৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। এক সময় সিলেটে শিক্ষা, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি ছিল। গত দু`বছর আগে শিক্ষার দিকে সিলেট ছিল প্রথম স্থানে। সিলেটে স্বাস্থ্য সেবার মান অনেক গুণ বাড়ানো হয়েছে। সমগ্র দেশে শিক্ষক সংকট নিরশনসহ বর্তমান সরকারের সহায়তায় সিলেটে শিক্ষাবোর্ড ও শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

পৃথক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মুন্তাকিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, শিরাজুর জব্বার চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, বিদায়ী শিক্ষক আব্দুল মুনিম ও ফয়জুর রহমান, প্রধান শিক্ষক জহির উদ্দিন প্রমুখ।

সভাশেষে বিকেলে মন্ত্রী বিদায়ী শিক্ষক-শিক্ষিকাদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন। এ সময় পৃথক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে পৌরসভাসহ কয়েকটি ইউপির ৯টি গ্রামের ২৪৮টি পরিবারের মাঝে গ্রাম বিদ্যুতায়ন শুভ উদ্বোধন করেন। এ সময় জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাহবুবুল আলম ও ডিজিএম সুজিৎ কুমার বিশ্বাসসহ উপজেলা প্রশাসন ও দলীয় নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।   

ছামির মাহমুদ/এআরএ/একে