ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৪:১৭ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৭

ময়মনসিংহের ত্রিশালে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে তিনি ডাকাত সদস্য বলে জানিয়েছে পুলিশ।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানিয়েছেন, সোমবার ভোরে মহাসড়কে ডাকাতি করছিল একদল ডাকাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক ডাকাত সদস্য ঘটনাস্থলেই নিহত হন। বাকিরা পালিয়ে যান।

নিহত ডাকাত সদস্য শম্ভুগঞ্জে দু’জনকে হত্যা করে ১০টি গরু লুট করে নেয়ার ঘটনার সঙ্গে জড়িত বলেও জানান ওসি।

এফএ/আরআইপি

আরও পড়ুন