ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে নব জাতকের মৃত্যু : চিকিৎসকের অবহেলার অভিযোগ

প্রকাশিত: ০৭:৪৫ এএম, ১১ জুন ২০১৫

ফেনীতে ইবনে হাসমান নামে প্রাইভেট হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালটিতে ভাংচুর করে বিক্ষুব্ধ স্বজনেরা, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বৃহস্পতিবার সকাল সাডে ৯ টার দিকে শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের ইবনে হাসমান হাসপাতালে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে ভর্তি হয় ফেনী সদর উপজেলার লস্কর হাট এলাকার নূরুল আফসারের স্ত্রী নাসরিন আক্তার। রাত ১২টায় অস্ত্রপচার  করে জন্ম নেয় নবজাতক কন্যা শিশু। পরে অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়।

নিহত নবজাতকের মামা বাবলু জানান, শিশুটির রক্তক্ষরণ হলেও চিকিৎসক কোন ব্যাবস্থা না নেয়ায় মৃত্যু হয়েছে।
হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক ডা. মৃনাল ভট্টাচার্য জানায় চিকিৎসার কোন অবহেলা করা হয়নি।

জহিরুল হক মিলু/এসকেডি/আরআইপি