ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৭:০৫ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে নবনির্মিত ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের (নর্থ) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার দুপুর ১২টা ৪০ মিনিটে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন এ পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করেন তিনি। এর ফলে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ।

ভিডিও কনফারেন্স উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে আয়েজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পি, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান, পৌরসভার মেয়র নায়ার কবির ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।

asuganj

এর আগে গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২০১১ সালের ১ নভেম্বর একনেকের বৈঠকে অনুমোদন দেয়া হয় আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (নর্থ) প্রকল্পের। এ প্রকল্পে অর্থায়ন করেছে এশিয় উন্নয়ন ব্যাংক ও ইসলামি উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ সরকার।

আজিজুল সঞ্চয়/এফএ/আইআই

আরও পড়ুন