ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে বিদ্যুৎ চুরির অভিযোগে ৭ গ্রাহককে জরিমানা

প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১০ জুন ২০১৫

গাজীপুরে বিদ্যুৎ চুরির অভিযোগে ৭ গ্রাহককে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জী এ দণ্ডাদেশ দেন। বুধবার সকালে কোনাবাড়ি পল্লীবিদুৎ আঞ্চলিক অফিসের আওতাধীন এলাকায় চুরি বন্ধে এ অভিযান চালানো হয়।

কোনাবাড়ি পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মোকলেছুর রহমান জানান, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে কোনাবাড়িসহ কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পূর্ব কোনাবাড়ি এলাকার আজিজুল ইসলামকে ৯৪ হাজার ১২৪ টাকা, লতিফপুর এলাকার মন্টু ব্যাপারীকে ৩ লাখ ৫১ হাজার ৫৮৭ টাকা, একই এলাকার মফিজ বেপারীকে লাখ ৫১ হাজার ৫৮৭ টাকা, আব্দুল কাদেরকে ৯৯ হাজার ৯৭৫ টাকা, বাবুল হোসেনকে ৪৭ হাজার টাকা, কাজী মার্কেট এলাকার গেদা মাতাব্বরকে ২ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা ও কাশিমপুর এলাকার সিরাজুল ইসলামকে ৩ লাখ ৪ হাজার ৬৮৪ টাকা জরিমানা করেন।

অভিযানকালে কোনাবাড়ি পল্লীবিদুৎ জোনাল অফিসের এজিম মজিবুর রহমান ও সোলায়মান হোসেন উপস্থিত ছিলেন।
                    
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি