রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব হচ্ছে না : বিজিবি মহাপরিচালক
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, বিজিবির লজিস্টিক সাপোর্টের অভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব হচ্ছে না। রোহিঙ্গা ইস্যু শুধু আমাদের না। এখন বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে।
মঙ্গলবার সকালে বান্দরবানের পার্শ্ববর্তী সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জত এলাকায় অবস্থিত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে ৮৬তম ব্যাচ রিক্রুটদের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন শেষে বক্তব্য দেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট কর্নেল লুৎফুল কবীর ভুঞা, মেজর জেনারেল আজমল কবীর, ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমদ চৌধুরী প্রমুখ।
আজিজ আহমেদ বলেন, অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ এবং অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিজিবি কাজ করে যাচ্ছে। এছাড়া বিজিবির সদস্যদের মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা এ চার মূলনীতির প্রতি বিশ্বস্ত থেকে এবং তা হৃদয়ে ধারণ করে আগামীতে অর্পিত দায়িত্ব আরো নিষ্ঠার সাথে পালনের নির্দেশ দেন তিনি।
৮৬তম রিক্রুট ব্যাচে ১০৯৩ জন নবীন সৈনিকের মধ্য থেকে কুচকাওয়াজ, শারীরিক উৎকর্ষ, ফায়ারিং, সব বিষয়ে সেরা রিক্রুটদের পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে সব বিষয়ে সেরা সৈনিক হিসেবে মো.ওবায়দুর রহমান পুরস্কার লাভ করেন।
সৈকত দাশ/এসএস/আরআই/এসআরজে