ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরের চরে পুলিশ কনস্টেবল খুন

প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ০৭ জুন ২০১৫

চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়ির কনস্টেবল হারুনুর রশিদের (৫০) লাশ মেঘনার লগ্গীমারার চর থেকে রোববার বিকেলে উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তাকে কে বা কারা হত্যা করে ফেলে যায়। নিহত পুলিশ সদস্য হারুনের বাড়ি বরিশাল। তিনি তিন মাস আগে চাঁদপুর নৌ পুলিশে যোগ দেন।

 

নৌ পুলিশ জাগো নিউজকে জানায়, দুপুরে চাঁদপুরের মেঘনা নদীতে নৌ পুলিশের উপ-পরিদর্শক মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে টহল দিচ্ছিলেন। এ সময় কনস্টেবল হারুনুর রশিদ প্রকৃতির ডাকে সাড়া দিতে স্পিডবোটে করে লগ্গীমারার চরে যান।

 

আধাঘণ্টা অতিবাহিত হওয়ার পরও তিনি ফিরে না আসায় পুলিশের অন্য সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। তাকে না পেয়ে টহল পুলিশ ফাঁড়িতে ফিরে আসে।

 

পরে আবার নৌ পুলিশের এএসপি নুরুজ্জামানসহ পুলিশের অপর একটি টিম তাকে খুঁজতে বের হন। বিকেলে নগ্ন অবস্থায় তার মৃতদেহ লগ্গীমারার চরে পাওয়া যায়।

 

চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর জাগো নিউজকে জানান, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে কে বা করা তাকে হত্যা করে ফেলে চলে গেছে। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে।

ইকরাম চৌধুরী/এসএইচএস