ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ধুনটে ব্যবসায়ী অপহরণ : মুক্তিপণ দাবি

প্রকাশিত: ১২:২৫ পিএম, ০৭ জুন ২০১৫

বগুড়ার ধুনট উপজেলায় কামাল পাশা (৩০) নামে এক কাপড় ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। রোববার বেলা ১১টার দিকে অপহৃতের স্ত্রী খুকুমনি এ তথ্য নিশ্চিত করেছেন। ব্যবসায়ী কামাল পাশা ধুনট উপজেলার কালেরপড়া ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের লুৎফর রহমান সরকারের ছেলে। এদিকে, দুর্বৃত্তরা মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা দাবি করছেন।

অপহৃতের স্ত্রী খুকুমনি বলেন, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আর বাড়িতে ফিরেনি কামাল পাশা। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এ অবস্থায় আত্মীয়-স্বজনদের বাড়িতে অনুসন্ধান করে কোন সন্ধ্যান মিলেনি। এক পর্যায়ে শনিবার দুপুরে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ওই মোবাইল ফোনে জানানো হয়, আমার স্বামীকে তারা অজ্ঞাত স্থানে আটকে রেখেছে। তাদের ১৫ লাখ টাকা দিলে তবেই আমার স্বামীকে মুক্তি দিবে। পরে এ ঘটনায় শনিবার রাতে ধুনট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, ব্যবসায়ী কামাল পাশা বগুড়া জেলা শহরের মোকামে কাপড় কিনতে যান। পরে সেখান থেকে ওই ব্যবসায়ীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় ধুনট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এরপরই মোবাইল ফোনের কললিষ্ট ধরে নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধার করতে অভিযানে নেমেছে পুলিশ।  

লিমন বাসার/এসএস/পিআর