ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্বাধীনতার ৪৪ বছর পর উড়লো পতাকা : আবেগাপ্লুত ছিটমহলবাসী

প্রকাশিত: ১১:১৩ এএম, ০৭ জুন ২০১৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে সীমান্ত চুক্তির দলিল হস্তান্তরের পর ছিটমহলে জাতীয় পতাকা উত্তোলন করা হলো। রোববার দুপুরে পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলার অভ্যন্তরে শালবাড়ি ছিটমহলের দিনহাটায় স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন জাতীয় পতাকা উত্তোলন করেন।

স্বাধীনতার ৪৪ বছর পর প্রথমবারের মত রাষ্ট্রিয়ভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন সেখানকার অধিবাসীরা।

এর আগে শালবাড়ি ছিটমহলের দিনহাটায় সংক্ষিপ্ত সমাবেশে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরি জজ, শালবাড়ি ছিটমহলের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতারা বক্তৃতা করেন।

এমজেড/আরআইপি