ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে আটক যুবলীগ কর্মীদের জেলে পাঠানোর নির্দেশ

প্রকাশিত: ০৭:৫৭ এএম, ০৭ জুন ২০১৫

ফেনীতে বিপুল অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক যুবলীগের ২৬ কর্মীকে আদালতে তোলা হলে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। ফেনী সদর আমলি আদালতের হাকিম আলমগীর মোহম্মদ ফারুকীর আদালত এ নির্দেশ দেন।

র‌্যাব জানায়, শনিবার সন্ধ্যায় ফেনীর লালপোল এলাকায় গাড়ি বহর তল্লাশি করে ৫টি শর্টগান, ৫টি পিস্তল, ১৬টি রামদাসহ ২৬ জনকে আটক করেছে র‌্যাব। এ ঘটনা জানাজানি হলে সরকারদলীয় সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাঠিসোটা নিয়ে অবস্থান করে তীব্র যানজটের সৃষ্টি করেন। এসময় পুরো জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব ও পুলিশ অবরোধকারীদের সরিয়ে দিলে আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, ফেনীর সোনাগাজীতে স্থানীয় সংসদ সদস্য রহিম উল্লাহর বিচারের দাবিতে সমাবেশ শেষে যুবলীগ নেতাদের গাড়িবহর মহাসড়কের লালপোল নামক স্থানে আসলে র‌্যাব সদস্যরা র্যারিকেড দেয়। এসময় বহরে থাকা ৯টি মাইক্রো তল্লাশি করে ৫টি শর্টগান, ৫টি পিস্তল, ১৬টি রামদাসহ ২৬ জনকে আটক করা হয়। এসময় র‌্যাব ৩টি মাইক্রো বাস জব্দ করে।

এ খবর ফেনীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীরা মহাসড়কে লাঠিসোটা নিয়ে অবস্থান নেন। এসময় ফেনীর লালপোল, দাগনভূঞা ও মোহাম্মদ আলীসহ বিভিন্ন স্থানে সড়কে অবরোধ সৃষ্টি হয়। এতে মহাসড়কের ফেনী অংশ জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

জেলা যুবলীগের আহ্বায়ক ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন জাগো নিউজকে জানান, গাড়িতে থাকা সবগুলো অস্ত্রই লাইসেন্সকৃত।  

জহিরুল হক মিলু/এমজেড/এমএস