ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ০২:৪৬ এএম, ২৭ আগস্ট ২০১৭

গোপালগঞ্জে নৈশকোচ খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর ২৫ যাত্রী। রোববার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার বেদগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার লাহুড়ী গ্রামের মহিউদ্দিন (৩৫), তার ছেলে রাহাত (৫) এবং বাসের হেলপার শিমুল (৩২)। বাসের হেলপার শিমুলের বাড়ি ফরিদপুর বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোল্ডেন লাইনের একটি নৈশকোচ ঢাকা থেকে পিরোজপুরের উদ্দেশে যাওয়ার সময় বেদগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলে ও বাসের হেলপার নিহত হন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামূল হুদা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। মরদেহ পোস্টমর্টেমের জন্য জেনালের হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

হুমায়ূন কবীর/এফএ/এমএস

আরও পড়ুন