ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ

প্রকাশিত: ১০:৩৩ পিএম, ০৬ জুন ২০১৫

চাকরির প্রলোভন দেখিয়ে মাদারীপুরে লিয়াকত মোড়ল রিফাত (১৭) নামের এক তরুণকে অপহরণের অভিযোগ করেছে তার পরিবার। গত ৩০ মে এ ঘটনার পর শনিবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে রিফাতের পরিবারের সদস্যরা।

অপহৃত লিয়াকত মোড়ল রিফাত সদর উপজেলার কালিকাপুর ইউনিয়রেন হোসনাবাদ গ্রামের সালাম মোড়লের ছেলে। রিফাতের বড় বোন লাকি আক্তার জানায়, প্রায় দুই মাস আগে রিফাতের সঙ্গে ফেসবুকে সাদ্দাম নামের একজনের পরিচয় হয়। প্রতিদিনই ফেসবুকে চ্যাটিং হতো দু’জনে। একপর্যায়ে সাদ্দাম রিফাতকে চাকরির প্রলোভন দেখায় এবং গত ৩০ মে মাদারীপুর বাসস্ট্যান্ড আসতে বলে। ওই দিনই রিফাতকে অপহরণ করে নিয়ে যায় বলে দাবি করছে রিফাতের পরিবার।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, এ ঘটনায় মাদারীপুর সদর থানায় শনিবার রিফাতের বড় ভাই নুর হোসেন একটি জিডি করেছেন। মূল ঘটনার রহস্য উদঘাটনের মাঠে নেমেছে পুলিশ।

এ কে এম নাসিরুল হক/আরএস