ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০২:৪৪ এএম, ২৬ আগস্ট ২০১৭

কুষ্টিয়ার পোড়াদহে রাজশাহীগামী সাগরদাড়ী এক্সপ্রেসের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার সন্ধ্যায় ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তবে শনিবার সকালে খুলনা থেকে ঢাকা অভিমুখী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি বিকল্প পথে পার করা হয়েছে বলে জানিয়েছেন পোড়াদহ রেলওয়ের স্টেশন মাস্টার শরীফুল ইসলাম। তিনি জানান, ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধারের চেষ্টা করছে। বগিটি উদ্ধার হলেই এ রুটে রেলযোগাযোগ স্বাভাবিক হবে।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পোড়াদহ রেলওয়ে জংশনের প্রধান গেটের সামনে হঠাৎ রাজশাহীগামী সাগরদাড়ী এক্সপ্রেসের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এতে সারা দেশের সঙ্গে রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আল-মামুন সাগর/এফএ/এমএস

আরও পড়ুন