ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কলেজছাত্রীর প্রচেষ্টায় স্কুলশিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ

জেলা প্রতিনিধি | সাভার | প্রকাশিত: ০৬:২০ পিএম, ২৫ আগস্ট ২০১৭

সাভারে এক কলেজছাত্রীর প্রচেষ্টায় মরিয়ম আক্তার (১৪) নামে এক স্কুলশিক্ষার্থী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে।

শুক্রবার বিকেলে সাভারের ভাকুর্তা ইউনিয়নের চাইরা গ্রামে এ ঘটনা ঘটে। মরিয়ম আক্তার ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ে মুশুরিখোলা শামসুল হক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, পারিবারিকভাবে শুক্রবার ভাকুর্তা এলাকার নুরুল ইসলামের মেয়ে মরিয়মের সঙ্গে একই এলাকার শহিদুল্লার ছেলে ইলেকট্রনিকস মিস্ত্রী জাকির হোসেনের (২৮) বিয়ের আয়োজন করা হয়। বিয়ের খবর পেয়ে সাভার বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী এনজিও কর্মী মুক্তা আক্তার মনি ছুটে যান ওই এলাকায়। তিনি ভাকুর্তা এলাকার বিভিন্ন স্থানীয়, ইউপি মেম্বারসহ সমাজের বিভিন্ন ব্যক্তিদের কাছে ছুটে গিয়ে তাদেরকে একত্রিত করেন। পরে ওই কলেজছাত্রী বিয়ে বাড়িতে গিয়ে বাল্যবিয়ে সম্পর্কে নেতিবাচক ধারণা দেন। আলোচনার একপর্যায়ে বর ও মেয়ের পরিবারের সদস্যরা বিয়ে বন্ধ করে দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

কলেজছাত্রী বলেন, তিনি সাভারের বিভিন্ন এনজিও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। এ কারণেইে বিষয়টি শুনার পর পরই সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করেই তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাদেরকে বাল্যবিয়ের নেতিবাচক ধারণাগুলো দেয়ার পরই দুই পরিবার স্বেচ্ছায় এ বিয়ে বন্ধ করার সম্মতি প্রকাশ করে।

আল-মামুন/জেএইচ

আরও পড়ুন