ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কালীগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন

প্রকাশিত: ০৯:৪৬ এএম, ০৬ জুন ২০১৫

জমি নিয়ে বিরোধে গাজীপুরের কালীগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন হয়েছে। এ সময় ভাতিজার অন্তঃসত্ত্বা স্ত্রী গুরুতর আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নাগরী ইউনিয়নের বেলুন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিল্লুর রহমান (৩২) উপজেলার বেলুন গ্রামের বকুল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, জিল্লুর রহমান শনিবার বাড়ির পাশের নিজ বাগানে বাঁশ কাটকে যান। এ সময় চাচা আনিসুর রহমান নাজুক ও তার ছেলে উজ্জল (২৮) লোহার রড দিয়ে জিল্লুরকে এলোপাতাড়ি কোপাতে থাকে। জিল্লুরের আত্মচিৎকারে অন্তঃসত্ত্বা স্ত্রী মোর্শেদা ছুটে আসলে তাকেও লোহার রড দিয়ে তারা কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই জিল্লুরের মৃত্যু হয়। আর মোর্শেদাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে  শহীদ তাজউদ্দিন আহাম্মদ মেডিকের কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এদিকে, ছেলের মৃত্যুর সংবাদে জিল্লুর পিতা বকুল মিয়া (৬০) স্ট্রোক করেন। পরে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজ মোড়ল জাগো নিউজকে জানান, গ্রাম্য সালিশের মাধ্যমে যার যার প্রাপ্য অনুযায়ী জিল্লুর বাব-চাচার মধ্যে সমান ভাগে জমি ভাগ করে দেওয়া হয়েছিল। তারপরও এমন ঘটনা সত্যি খুব দুঃখজনক ব্যাপার।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য চালানো হচ্ছে।

আব্দুর রহমান আরমান/এআরএ/আরআই