ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় ব্যবসায়ীর উপর ইউপি চেয়ারম্যানের হামলা

প্রকাশিত: ০৯:৩১ এএম, ০৬ জুন ২০১৫

পাবনার আতাইকুলা হাটে আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ এক ব্যবসায়ী এবং তার ছেলেদের উপর গুলি চালিয়েছেন আতাইকুলা (রঘুনাথপুর-আতাইকুলা) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়াম্যান কোরবান আলীর ক্যাডাররা। এসময় ব্যবসায়ী আব্দুল বাতেন মাস্টার এবং তার ২ ছেলে আহত হন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।  

আতাইকুলা হাটের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাতেন মাস্টার জানান, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি কোরবান আলীর কয়েকজন চিহ্নিত ক্যাডার এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করেন। শুক্রবার আতাইকুলা থানা পুলিশ আজিম উদ্দিন নামের এক মাদকসেবি ও ব্যবসায়ীকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে উক্ত আজিম এসব মাদকের উৎসদাতা হিসেবে কোরবানের ক্যাডার নিজাম ও টেনুসহ কয়েক ক্যাডারের নাম বলেন। পরে আতাইকুলা থানা পুলিশ নিজাম ও টেনুসহ কোরবানের ক্যাডারদের আসামি করে মামলা করে।

এই মামালায় ব্যবসায়ী বাতেন মাস্টারের ইন্ধন রয়েছে বলে কোরবান ও তার ক্যাডাররা তার উপর ক্ষিপ্ত হন। এরই এক পর্যায়ে শুক্রবার রাতে কোরবান চেয়ারম্যান আতাইকুলা থানার মধ্যেই বাতেন মাস্টারকে পুলিশের সামনেই শাসান এবং এরই জের ধরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নিজামসহ কয়েক ক্যাডার বাতেন মাস্টারেরর ব্যবসায় প্রতিষ্ঠানে এসে গুলি চালান। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে পরে তাদেরকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে পেটানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান।

আতাইকুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হাটসহ স্থানীয় আধিপত্য নিয়ে তাদের মধ্যে শক্রতা রয়েছে। এরই জের ধরে বাতেন মাস্টার এবং তার ছেলেদের উপর এই হামলা চালানো হয়। ওসি আরো জানান, এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

আখতারুজ্জামান আখতার/এমজেড/আরআইপি