বগুড়ায় সরিফ বিড়ি ফ্যাক্টরির জরিমানা
বগুড়া শহরের কাটনারপাড়ায় শরিফ বিড়ি ফ্যাক্টরিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান এ জরিমানা করেছে।
আদালত সূত্রে জানা যায়, বিড়ির প্যাকেটের গায়ে ৫০ শতাংশ জুড়ে স্বাস্থ্যসতর্ক বানী থাকার কথা থাকলেও তা না করেই বাজারজাত করা হচ্ছিলো। পাশাপাশি ফ্যাক্টরিতে শিশুদের বিড়ি তৈরি করতে দেখা যায়। যা শ্রম আইনের পরিপন্থি। এসব অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বগুড়া জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি শুনানি শেষে দশ হাজার টাকা জরিমানা করেন।
বগুড়া সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম জানান, `পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে।`
লিমন বাসার/এআরএ/আরআইপি