ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণের রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০২:৫৫ এএম, ২০ আগস্ট ২০১৭

টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় পৌলি নদীর উপর নির্মিত রেলসেতুর একাংশের মাটি বন্যার পানিতে ধসে গেছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

কালিহাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ভোর সাড়ে ৫টার দিকে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা পার হয়। এরপরই মাটি ধসে যাওয়ার বিষয়টি নজরে আসে।

এতে পৌলি রেলসেতুর কাছে নীলফামারী থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশনে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশনে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস এবং ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনগুলো জয়দেবপুর রেলস্টেশনে আটকা পড়ে আছে।

ওসি আরও জানান, জয়দেবপুর থেকে রেলওয়ে কর্তৃপক্ষ স্থানটি পরিদর্শন করেছে। এখন সেখানে মাটি ভরাটের কাজ চলছে।

আরিফুর রহমান টগর/এফএ/বিএ

আরও পড়ুন