ছাত্রলীগের মহাসড়ক অবরোধের চেষ্টা
বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে নিজ দলীয় প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের ৩ নেতা আহত হওয়ার প্রতিবাদে তাদের সহযোগীরা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেছেন। তবে পুলিশ এসে তাদের সরিয়ে দেন। হামলার ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। ফের যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কলেজের সামনে বরিশাল-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে। ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে বহিরাগত ছাত্রলীগের হামলায় কলেজ শাখা ছাত্রলীগের ৩ নেতা আহত হন।
আহতরা হলেন, কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক স্বপন মজুমদার, সদস্য সচিব রাজিব সাহা এবং সদস্য তুহিন।
এ ঘটনার প্রতিবাদে তাদের অনুসারীরা কলেজের সামনে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করার চেষ্টা চালান।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জাগো নিউজকে জানান, বুধবার রাতে একটি ব্যানার ছিড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু`পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। এতে ৩ জন সামান্য আহত হলেও তারা থানায় কোনো অভিযোগ করেননি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেবেন। ওই ঘটনার প্রতিবাদে ছাত্ররা সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান।
সাইফ আমীন/এমজেড/আরআইপি