ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুরে ৩ ভুয়া পুলিশ আটক

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ১০:৪৭ এএম, ১৯ আগস্ট ২০১৭

শরীয়তপুরের জাজিরা থেকে তিন ভুয়া পুলিশকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে তাদের আটক করা হয়। এ ব্যাপারে শনিবার দুপুর ১টার দিকে শরীয়তপুর পুলিশ অফিসে প্রেস ব্রিফিং করেছেন শরীয়তপুর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন।

আটকরা হলেন- শরীয়তপুরের জাজিরা উপজেলার ডুবিসায়বর গ্রামের মালেক সরদারের ছেলে সবুজ সরদার (২৭), হাজী নকড়ী মাদবরকান্দি গ্রামের রহমাত খাঁর ছেলে হান্নান খাঁ (২৬) ও পটুয়াখালি জেলার বাউফল উপজেলার বটকাজল গ্রামের লতিফ মৃধার ছেলে মজিবর মৃধা (৩৫)।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন জানান, ওই তিনজন গত ১৫ আগস্ট মঙ্গলবার জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল ওহাব মাদবরের বাড়ির ভাড়াটিয়া ফিরোজ বিশ্বাসের বাসায় ঢুকে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ঘর তল্লাশি করে মোবাইল নিয়ে যায়। পরে ফিরোজ বিশ্বাসকে ওরা থানায় নিয়ে যাওয়ার কথা বলে রাস্তায় নিয়ে গেলে ফিরোজের পরিবার তাদের ৬ হাজার টাকা দিয়ে ছাড়িয়ে রাখে।

স্থানীয়রা ঘটনাটি জাজিরা থানা পুলিশকে জানালে ১৮ আগস্ট শুক্রবার রাত সোয়া ১০টার দিকে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক একদল পুলিশ নিয়ে ওই তিনজনকে আটক করে। ওই তিনজনের কাছ থেকে পুলিশের পোশাক, ক্রসবেল্ট, চোরাই ৫টি মোবাইল ফোনসহ পুলিশের অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।

ছগির হোসেন/এফএ/আইআই

আরও পড়ুন