ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় দুই প্রভাবশালীর বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

প্রকাশিত: ১১:৪১ পিএম, ০৩ জুন ২০১৫

সাতক্ষীরার দুই প্রভাবশালীর বিরুদ্ধে সরকারি জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। তবে নির্মাণ কাজ বন্ধ দিয়েছে জেলা পরিষদ কর্তৃপক্ষ। জানা যায়, সাতক্ষীরা শহরের প্রভাবশালী ব্যক্তি সানি খালেক ও সাবেক পৌর কমিশনার পাপা ভোমরা স্থলবন্দর সংলগ্ন এলাকায় রাস্তার পাশে সম্প্রতি ১০ শতক সরকারি জমি দখল করে মার্কেট নির্মানের কাজ শুরু করেন।

এই সরকারি জমির পাশ্ববর্তী অন্য জমির মালিকরা তাদের নির্মাণে বাধা দেন। এতে নির্মাণ কাজ বন্ধ না করলে স্থানীয় জনগণ বিষয়টি জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি মুনসুর আহমেদকে জানালে তিনি তার পরিষদের সার্ভেয়ার হাসানুজ্জামানকে সোমবার ঘটনাস্থলে পাঠিয়ে মার্কেট নির্মাণের কাজ বন্ধ করে দেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করে সার্ভেয়ার হাসানুজ্জামান জানান, জনৈক সানি খালেক ও সাবেক কমিশনার পৌর পাপাসহ তার লোকজন অবৈধভাবে ভোমরায় রাস্তার ধারে সরকারি ১০ শতক জমি দখল করে মার্কেট নির্মাণ শুরু করলে আমরা তা বন্ধ করে দিয়েছে।

এ ব্যাপারে সানি ব্রিকসের স্বত্বাধিকারী সানি খালেক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানান, সরকারি জমিতে তার লোকজন নয়, সাবেক কমিশনার পাপার লোকজন মার্কেট নির্মাণ করছেন।

সেখানকার ব্যক্তি মালিকানাধীন জমির মালিক ভোমরা গ্রামের বদরুদ্দোজা গাজী, রাম প্রসাদ ও সাতক্ষীরা শহরের মিজানুর রহমান জানান, শহরের সানি খালেক ও সাবেক কমিশনার পাপা বেশ কিছুদিন আগে তাদের ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয় করার জন্য অনুরোধ জানান।

এতে তারা রাজী না হওয়ায় তাদের জমিতে যাওয়ার সরকাি ১০ শতক যে জমি  রয়েছে তা তারা (সানি খালেক ও সাবেক কমিশনার পাপা) অবৈধভাবে দখল করে মার্কেট নির্মাণের কাজ শুরু করেন। ভূমিদস্যুরা যাতে অবৈধভাবে সরকারি সম্পত্তি দখল করতে না পারে তার জন্য যথাযথ ব্যাবস্থা নেয়ার দাবি জানান তিনি।

বিএ