বরিশালে অগ্নিদগ্ধ ব্যবসায়ীর মৃত্যু
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজারে অগ্নিকাণ্ডে দগ্ধ ব্যবসায়ী সুমন দাসের (৩০) মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সুমন দাস উপজেলার রহমতপুর এলাকার রাম ভোজন দাসের ছেলে। তিনি রহমতপুর বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। গত ১১ মে দুপুরে আগুনে শরীরের অর্ধেকের বেশী পুড়ে যাওয়ার ২২ দিন পর বিকেলে তিনি মৃত্যুকোলে ঢলে পড়েন।
রহমতপুর বাজার কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন জানান, গত ১১ মে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে রহমতপুর বাজারের এক লন্ড্রির দোকান প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাজারের ১১ দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি হয়। এ ঘটনায় পুড়ে যাওয়া সুমন সু-স্টোরের মালিক সুমন দাস গুরুতর দগ্ধ হন। ওই দিনই তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, বার্ন ইউনিটে ২২ দিন চিকিৎসাধীন ছিলেন সুমন। বুধবার বিকেলে তার মৃত্যু হয়।
সাইফ আমীন/এআরএ/আরআই