দিনাজপুরে বন্যায় পৌনে ৬ লাখ গবাদিপশু হুমকির মুখে
দিনাজপুরে ভয়াবহ বন্যায় ১৩ উপজেলায় ৫ লাখ ৮৬ হাজার ১৩টি গবাদিপশু হুমকির মুখে পড়েছে। এর মধ্যে ৩ লাখ ৭২ হাজার ৫০৫টি গরু, ১০৭টি মহিষ, ২ লাখ ১ হাজার ৯৩১টি ছাগল এবং ১১ হাজার ৪৭০টি ভেড়া রয়েছে। সংকট দেখা দিয়েছে গো-খাদ্যের।
বন্যায় গো-খাদ্যের ৩৪৭ একর জমির কাঁচা ঘাস ও ১ হাজার ৬৬৬ মেট্রিক টন খড় বিনষ্ট হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী দিনাজপুর জেলায় ১৫ লাখ গরু, দুই হাজার ৮২৭টি মহিষ, ৯ লাখ ৩৩ হাজার ছাগল ও ১ লাখ ৩৩ হাজার ভেড়া হুমকির মুখে রয়েছে।
দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, বাজারে গো-খাদ্যের মূল্য বৃদ্দি পেয়েছে। বন্যার ফলে পশুখাদ্য সংকটের বিষয়টি প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালককে জানানো হয়েছে। পশুখাদ্য সংকট মোকাবেলায় আর্থিক বরাদ্দ চেয়ে বুধবার সকালে প্রাণিসম্পদ অধিদফরের মহাপরিচালক বরাবরে ফ্যাক্সবার্তা পাঠানো হয়েছে।
শহরের উপশহর মিস্ত্রিপাড়া এলাকার খড় ব্যবসায়ী সিদ্দিক জানান, শুকনা খড় কোথাও পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও দাম অনেক বেশি। খড় বর্তমানে ৪শ টাকা পোন বিক্রি হচ্ছে। অপরদিকে রাস্তাঘাট পানিতে ডুবে ভেঙে যাওয়ায় গো-খাদ্য বহন করার পরিবহন পাওয়া যাচ্ছে না।
এমদাদুল হক মিলন/আরএআর/জেআইএম