শেরপুরে ভাঙা বেড়িবাঁধ দিয়ে ঢুকছে বন্যার পানি
উজান থেকে নেমে আসা পানিতে শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদসহ দশানি ও মৃগি নদীর পানি বাড়তে শুরু করেছে। বুধবার ভোর থেকে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বাড়ার কারণে নদের বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে সদর উপজেলার চরপক্ষীমারি, কামরেরচর ও চরমোচারিয়া ইউনিয়নের অন্তত ২৫ গ্রামে পানি প্রবেশ করেছে। ফলে এসব এলাকার রোপা আমন ও সবজি ক্ষেত তলিয়ে যাচ্ছে।
এদিকে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধির কারণে শেরপুর-জামালপুর সড়কের চরপক্ষীমারি ইউনিয়নের পোড়ার দোকান ডাইভারসানের (কজওয়ে) ওপর দিয়ে প্রবল বেগে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। পানির তোড়ে ওই ডাইভারসানের দক্ষিণ প্রান্তের সড়কে গর্ত সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
শেরপুর পানি উন্নয়ন বোর্ডের গেজ পাঠক (পানি পরিমাপক) মো. মোস্তফা মিয়া জানিয়েছেন, ব্রহ্মপুত্র নদের পানি শেরপুর ফেরিঘাট পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৫০ সেন্টিমিটার বেড়েছে। তবে এখনও বিপদসীমা অতিক্রম করেনি। উজানে পানির যে রিজার্ভ রয়েছে তাতে বন্যার পানি আরো বাড়তে পারে।
হাকিম বাবুল/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অসুস্থ বাবাকে দেখতে গিয়ে ভাই-স্বামীসহ প্রাণ হারালেন বকুলা বেগম
- ২ স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না: ডা. শফিকুর রহমান
- ৩ আওয়ামী লীগের মতো নিশি রাতের নির্বাচন চাই না: আলতাফ হোসেন
- ৪ জমজমাট খেজুর গুড়ের বাজার, দেড়শ কোটি টাকা বিক্রির আশা
- ৫ যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত