সাগরে বেড়াতে গিয়ে চুয়েট শিক্ষার্থী নিখোঁজ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মেধাবী ছাত্র নাকিব মোহাম্মদ খাব্বাব সীতাকুন্ডের গুলিয়াখালী সৈকতে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছেন।
নাকিব সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ১৩তম ব্যাচের ছাত্র। তিনি কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মু.শফিকুল আলমের বড় ছেলে। তার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের ধনিশ্বর গ্রামে।
জানা যায়, মঙ্গলবার বিকেল ৩টায় নাকিব বন্ধুদের সঙ্গে গুলিয়াখালী সৈকতে বেড়াতে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দল ও ফায়ার সার্ভিস।
নাকিবের ছোট ভাই আরিফ রাত ৮টার দিকে মুঠোফোনে জানান, এখনও তার ভাইয়ের সন্ধান মেলেনি। চার ভাইয়ের মধ্যে নাকিব ছিলেন সবার বড়।
তার বাবা অধ্যক্ষ মু. শফিকুল আলম পবিত্র হজ পালনের উদ্দেশে বর্তমানে সৌদি আরব রয়েছেন।
মো. কামাল উদ্দিন/বিএ