ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে আইনজীবীর উপর হামলা

প্রকাশিত: ১২:২৪ পিএম, ০২ জুন ২০১৫

রাজশাহীতে আদালতের বারান্দায় এক আইনজীবীর ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরের দিকে রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে শুনানি শেষে বের হওয়ার সঙ্গে সঙ্গে মখলেছুর রহমান নামের ওই আইনজীবীকে ধরে পিটিয়েছে এক দলিল লেখক।

ওই দলিল লেখকের নাম সোনারুল। পরে আইনজীবীরা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে অ্যাড. মখলেছুর রহমান চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার শুনানি শেষ করে বের হন। এসময় দলিল লেখক সোনারুল তাকে ধরে আদালতের বারান্দাতেই পেটাতে শুরু করে। এক পর্যায়ে আদালতের অন্য আইনজীবীরা এসে মখলেছুর রহমানকে উদ্ধার করেন। আর সোনারুলকে ধরে গণপিটুনি দিয়ে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে পুলিশের হাতে সোপর্দ করা হয় সোনারুলকে।

অ্যাড. মখলেছুর রহমান জানান, সোনারুলের বোনের একটি মামলার শুনানি শেষ করে বের হওয়ার সঙ্গে সঙ্গেই সে তার ওপর হামলা চালায়। এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

এ ব্যাপারে রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সোনারুলকে থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

শাহরিয়ার অনতু/এসএস/আরআইপি