সাতক্ষীরায় বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন
সাতক্ষীরায় চলতি মৌসুমে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে সাতক্ষীরা সদর খাদ্য গুদামে জেলা প্রশাসক নাজমুল আহসান এ অভিযানের উদ্বোধন করেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আব্দুল সাদী।
চলতি বোরো মৌসুমে জেলায় মোট ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৫২৭ মেট্রিক টন। এর মধ্যে সদর উপজেলায় ৫০৭ মে.টন, কলারোয়া উপজেলায় ২৫৫ মে.টন, দেবহাটা উপজেলায় ১২৮ মে.টন, কালিগঞ্জ উপজেলায় ১১৫ মে.টন, শ্যামনগর উপজেলায় ৩৩ মে.টন, আশাশুনি উপজেলায় ১৩৪ মে.টন এবং তালা উপজেলায় ৩৫৫ মে.টন। প্রতি কৃষক প্রতি কেজি ২২ টাকা দরে ২ মে.টন পর্যন্ত ধান বিক্রি করতে পারবে। এছাড়া জেলায় মোট ৯৪৫৬ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। এ অভিযান চলবে আগামী ৩১ আগস্ট ২০১৫ পর্যন্ত ।
এসময় সাতক্ষীরা ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হুমায়ুন কবির, সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শামীম হাসান, সদর উপজেলা কৃর্ষি কর্মকর্তা আমজাদ হোসেন, জেলা মার্কেটিং অফিসার আকমল হোসেন, জেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গফ্ফার, কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুর রশীদ, সাংগঠনিক সম্পাদক এসএম বাপ্পী, খাদ্য গুদামের উপ-খাদ্য পরিদর্শক আলাউদ্দীন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএস/আরআই