ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাওয়ার টিলার প্রদান

প্রকাশিত: ১০:১৩ এএম, ০২ জুন ২০১৫

যশোরের শার্শায় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের আওতায় উন্নয়ন সহায়তার ৪০ জন কৃষকের মাঝে পাওয়ার টিলার, ধান ও গম মাড়াই মেশিন প্রদান শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে শার্শা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল বৃদ্ধি প্রকল্পের ২য় পর্যায়ে উন্নয়ন সহায়তায় সরকার কর্তৃক নির্ধারিত পাওয়ার টিলার ও ধান, গম মাড়াই মেশিনের মোট মূল্যের শতকরা ৩০ ভাগ কম মূল্যে এসব পাওয়ার টিলার প্রান্তিক চাষিদের মাঝে বিতরণ করা হয়।

প্রথম পর্যায়ে শার্শার পান্তাপাড়া গ্রামের মহিউদ্দিন আলম ও বাবুর আলীকে দু`টি পাওয়ার টিলার প্রদান করা হয়েছে। এসময় শার্শা উপজেলা নির্বাহী অফিসার এটিএম শরিফুল আলম, কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, সমবায় কর্মকর্তা আজিজুর রহমান, কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার ও ওহিদুল হক পুটু উপস্থিত থেকে চাষিদের মাঝে পাওয়ার টিলারের চাবি হস্তান্তর করেন।

মো.জামাল হোসেন/এমজেড/আরআই