চার ভাইসহ কক্সবাজারে যুবলীগ নেতা আটক
কক্সবাজার জেলা পরিষদ সদস্য ও পেকুয়া উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম ও তার চার ভাইকে আটক করেছে র্যাব-৭।
রোববার সকাল ৬টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের চৌমুহনীর বাড়ি থেকে তাদের আটক করা হয়।
জাহাঙ্গীর আলম ছাড়া আটক অন্য চারজন হলেন- আলমগীর, আজমগীর, কাইয়ুম ও বাপ্পী। তারা পেকুয়া সদর ইউনিয়নের চৌমুহনী এলাকার রমিজ আহমদের ছেলে।
জাহাঙ্গীরসহ পাঁচ জনকে আটকের খবরের সত্যতা নিশ্চিত করে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন বলেন, আগ্নেয়াস্ত্র মজুদের গোপন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাহাঙ্গীরের বাড়ির একটি কক্ষ থেকে দুটি দেশীয় বন্দুক (এলজি), একটি একনলা (লম্বা) বন্দুক, দশ রাউন্ড তাজা গুলি ও নগদ ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়।
এ দিকে তাদের আটকের পর যুবলীগ নেতাকর্মী ও তাদের অনুসারীরা পেকুয়া চৌমুহনী ও বাজারে বিক্ষোভ মিছিল করছেন। তাদের দাবি, জাহাঙ্গীর ও তার চার ভাইকে ফাঁসানো হয়েছে।
সায়ীদ আলমগীর/এনএফ/এমএস