যমুনার পানি নিয়ে আবারও বিপদে জামালপুর
টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরে আবারও বন্যা দেখা দিয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বেড়ে আজ রোববার সকাল থেকে বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ৬৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধি পাওয়ায় ইসলামপুর উপজেলার উলিয়া, পার্থশী, চিনাডুলী, কুলকান্দি, সাপধরী, চুকাইবাড়ি, নোয়ারপাড়া, দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ, চিকাজানী এবং মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নের অন্তত ৫০ হাজারেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে ১১টি বিদ্যালয়।
গেলো জুলাই মাসে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে ওঠার আগেই আবারও নতুন করে বন্যা দেখা দেয়ায় চরম দূর্ভোগে পড়েছে বন্যা দুর্গত এলাকার মানুষেরা।
শুভ্র মেহেদী/এফএ /আইআই