ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এক ছাগলের পেছনে দৈনিক ব্যয় ১০০ টাকার বেশি!

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১০ আগস্ট ২০১৭

এই ছাগলটির দাম হাঁকানো হয়েছে ৮০ হাজার টাকা। এটি রাজশাহীর পবা উপজেলার নওহাটা গ্রামের হোমিও চিকিৎসক সুনিল বাবুর ছাগল। যার ওজন ৮০ কেজি।

এ বিষয়ে সুনিল বাবু জানান, তিন বছর আগে হাট থেকে শখ করে বাড়িতে পোষার জন্য ছাগলটি কিনেছিলেন। বাড়িতেই অনেক যত্নে ছাগলটি পালন করেছেন। ছাগলটি খাওয়ার পেছনে প্রতিদিন তার ব্যয় হয় ১০০ টাকার বেশি।

তিনি আরও জানান, গত বছর কুরবানির ঈদে তার প্রিয় ছাগলটি হাটে তুলেছিলেন। সেই সময় দাম উঠেছিলো ৪৫ হাজার টাকা। উপযুক্ত দাম না পাওয়ার কারণে তিনি বিক্রি করেননি। এবারে ৮০ হাজার টাকা দাম আশা করছেন।

ইতোমধ্যেই অনেকেই ছাগলটি কেনার জন্য বাড়িতে যোগাযোগ করছেন। এর মধ্যেই সর্বোচ্চ দাম হাঁকা হয়েছে ৬৮ হাজার টাকা। তবে ৮০ হাজারের নিচে ছাগলটি বিক্রি করবেন না বলে জানিয়েছেন সুনিল বাবু।

এএম/জেআইএম

আরও পড়ুন