ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরবনে ২ বনদস্যু আটক

প্রকাশিত: ০৭:১৭ এএম, ০১ জুন ২০১৫

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় রোববার রাত ১টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত মংলা কোস্টগার্ড ও র‌্যাব-৬ যৌথভাবে অভিযান চালায়। এসময় বনদস্যু মাইজ্যা বাহিনীর ২ সদস্যকে আটক করেছে তারা।

এসময় বনদস্যুদের আস্তানায় তল্লাশি চালিয়ে ১টি শর্টগান, ১টি এসএমজি (বডি প্লাস্টিক), ১টি এয়ারগান, ১টি দেশীয় বন্দুক ও ৭৬ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করে যৌথবাহিনী। আটক ২ বনদস্যু হচ্ছেন, মংলা সদরের সেকেন্দার হোসেনের ছেলে রবিউল (২২) ও মংলা দ্বীঘরাজ এলাকার ইসহাক হাওলাদারের ছেলে সুমন (২৪)।

কোস্টগার্ড জানায়, রোববার গভীর রাতে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল এলাকায় বনদস্যু মাইজ্যা বাহিনী ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে মংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার আলাউদ্দিন নয়নের নেতৃত্বে কোস্টগার্ড ও র‌্যাব-৬ এর একটি দল সুন্দরবনের করমজল এলাকায় অভিযান চালায়। এসময় বনদস্যু মাইজ্যা বাহিনীর সক্রিয় দুই সদস্য রবিউল ও সুমনকে আটক করা হয়। পরে বনদস্যুদের অস্তানায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে বনদস্যুদের আস্তনাটি গুড়িয়ে দেয়া হয়।

বনদস্যু মাইজ্যা বাহিনীর সদস্যরা সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে আসা জেলে, বাওয়ালী ও মৌয়ালদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছেন বলে কোস্টগার্ড জানায়। সোমবার সকালে আটক বনদস্যুদের আগ্নেয়াস্ত্রসহ খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

শওকত আলী বাবু/এমজেড/পিআর