ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শুল্ক ফাঁকি : বেনাপোলে ২ কোটি টাকার পণ্য আটক

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৬:৫৬ এএম, ০৯ আগস্ট ২০১৭

বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির অভিযোগে প্রায় ২ কোটি টাকার ভারতীয় মেশিনারিজ আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কাস্টমসের শুল্ক গোয়েন্দা বিভাগ এই পণ্য জব্দ করে।

বেনাপোল কাস্টমস হাউসের শুল্ক গোয়েন্দা বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

কাস্টমস হাউসের শুল্ক গোয়েন্দা বিভাগ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বন্দরে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার ভারত থেকে আমদানিকৃত ক্যাপিটাল মেশিনারিজের চালান আটক করা হয়। ঘোষণার চেয়ে অতিরিক্ত ওজনের এই চালানে মেশিনারিজের ভেতরে গ্রিজ, লুব্রিকেন্ট, ফার্নেস ওয়েল ইত্যাদি ছিল।

কাস্টমস হাউজের শুল্ক গোয়েন্দা বিভাগের পরিদর্শক চাঁন মাহমুদ খান জানিয়েছেন, মিথ্যা ঘোষণা দিয়ে ওই পণ্যের চালানটির আড়ালে অতিরিক্ত ও ঘোষণা বহির্ভূত পণ্য আমদানি করা হয়েছে। এই চালানে মাত্র ১২ লাখ টাকা শুল্ক পরিশোধ করা হয়েছে। এখন পণ্য আটকের বিপরীতে মামলার প্রেক্ষিতে জরিমানা ছাড়াও আরও অন্তত ৬৮ লাখ টাকা শুল্ক আদায় করা হবে।

মিলন রহমান/এফএ/পিআর

আরও পড়ুন