ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ক্ষমতাসীনদের চাপের মুখে ১৯ জনের মনোনয়ন প্রত্যাহার

প্রকাশিত: ১১:১৩ পিএম, ৩১ মে ২০১৫

যশোরে উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে বিএনপি সমর্থিত প্রার্থীদের চাপ প্রয়োগ করে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই চাপের মুখে ১৯ জন প্রত্যাহার করে নিয়েছেন। ফলে ৩২ পদের মধ্যে এখন ১১টি আসনে নির্বাচন হচ্ছে।

সূত্র মতে, উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদের নির্বাচনে যশোরের ৮ উপজেলার ৩২ পদে ৬৩ মনোনয়নপত্র জমা পড়ে। কিন্তু ক্ষমতাসীন দলের পক্ষ থেকে চাপ প্রয়োগের কারণে ১৩ পদ থেকে ১৯ জন মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য হন। আর ৮টি পদে একজন করে প্রার্থী ছিলেন। ফলে ২১ পদে একজন করে প্রার্থী থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন।

মনোনয়ন প্রত্যাহারে বাধ্য হওয়ায় বাঘারপাড়ার-২ আসনের (ধলগ্রাম, বাসুয়াড়ি ও জামদিয়া) শারমিন জানান, ‘এখন সময় খারাপ। বেঁচে থাকার জন্য যা করার তাই করেছি।’

সদর উপজেলার-৫ আসনের (চাঁচড়া, আরবপুর ও দেয়াড়া ইউনিয়ন) শাহানাজ বেগম বলেন, চাপের কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য হয়েছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী রোকেয়া বেগম ক্ষমতাসীন দলের লোকজন দিয়ে তাকে চাপ প্রয়োগ করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রোকেয়া নির্বাচনে নিশ্চিত আমার কাছে হেরে যেত। এ বিষয়টি বুঝতে পেরেই এই কৌশল অবলম্বন করেছেন।’

যশোর সদর উপজেলার-১ আসনের (বসুন্দিয়া, কচুয়া, নরেন্দ্রপুর ও রামনগর ইউনিয়ন) প্রার্থী মোছাম্মদ মমতাজ বলেন, ‘জামানতসহ তার ২০ হাজার টাকার মতো খরচ হয়েছে। কিন্তু চাপে পড়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। এমন হবে জানলে জমাই দিতাম না।’

তবে এ বিষয়ে যশোর জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মদ জানান, তার কাছে যে প্রার্থী আবেদন করেছেন তিনি সেটা গ্রহণ করেছেন। চাপ দেয়া বিষয়ে তিনি কিছুই জানেন না।

মিলন রহমান/এসএইচএস