ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লালমনিরহাটে এসএসসির ফল বিপর্যয় : ৯ শিক্ষক বরখাস্ত

প্রকাশিত: ০১:৪৬ পিএম, ৩১ মে ২০১৫

লালমনিরহাট ফলাফল বিপর্যয়ের কারণে স্কুলের প্রধান শিক্ষকসহ ৯ শিক্ষককে সাময়িক ভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। জেলার কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি (ভোকেশনাল) শাখার শির্ক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল বোর্ড নির্ধারিত সময়ে জমা না দেয়ায় তাদের বরখাস্ত করা হয়েছে।

রোববার দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মতিয়ার রহমান তাদের সাময়িকভাবে বরখাস্ত করেছেন। গত শনিবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ে ফলাফল শূন্য আসে।

পরে বিদ্যালয় কতৃপর্ক্ষ বোর্ডের সাথে যোগাযোগ করলে রোববার ফলাফল আসে ৩৬ জন পরীর্ক্ষাথীর মধ্যে ১৪ জন পাস আর বাকি ২২ জন শিক্ষার্থী অকৃতকার্য। বিদ্যালয়ে ভোকেশনাল শাখায় ৩৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।

লালমনিরহাট কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মতিয়ার রহমান বলেন, ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধান করে ৯ শিক্ষকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

লালমনিরহাট জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন জাগো নিউজকে জানান, ৯ শিক্ষককে সাময়িকভাবে বরখাস্তের কথা শুনেছি মাত্র।

রবিউল হাসান/এমএএস/আরআই