ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদক ব্যবসায় বাধা দেয়ায় কৃষকের বাড়িতে হামলা

প্রকাশিত: ১০:৪০ এএম, ৩০ মে ২০১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীরা এক নিরীহ কৃষকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় মাদক ব্যবসায়ীদের হামলায় নারীসহ ২ জন আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের হরিনা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ী ওয়াসিম, ইসলাম মেম্বর, বন্যা বেগমসহ তাদের লোকজন দীর্ঘ দিন ধরে হরিনাসহ আশপাশের এলাকায় বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছেন। মাদক বিক্রিতে বাধা দেন একই এলাকার কৃষক ইয়ার হোসেনসহ কয়েকজন প্রতিবাদী যুবক। এরই জের ধরে বেলা সাড়ে ১১টার দিকে উল্লেখিত মাদক ব্যবসায়ী ও তাদের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে ইয়ার হোসেন ও তার ভাই এবাদুল্লাহ গাজীর বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট চালান।

এসময় বাধা দিতে এগিয়ে এলে এবাদুল্লাহ গাজী ও তার স্ত্রী খুশি বেগমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত-ওসি) এবিএম মেহেদী মাসুদ জাগো নিউজকে বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মীর আব্দুল আলীম/এমজেড /আরআইপি