ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইল পৌরসভার ১ নং ওয়ার্ডের ভোট গ্রহণ চলছে

প্রকাশিত: ০৪:১৪ এএম, ৩০ মে ২০১৫

নড়াইল পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলরের শুন্য পদে উপ-নির্বাচনে ভোট গ্রহণ শনিবার শুরু হয়েছে। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শেখ আনোয়ার হোসেন জানান, নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন, আশিকুর রহমান বেগ (উটপাখি) এবং সাইফুল আলম বাচ্চু (ঢেঁড়শ) প্রতীকে।

ডুমুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কেন্দ্রের ৫টি ভোট কক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২০০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ৯৯৩ জন এবং নারী এক হাজার ১৬ জন।

প্রসঙ্গত, এই বছরের ১৮ জানুয়ারি রাতে ঢাকার মতিঝিল এজিবি কলোনীর কাঁচাবাজার এলাকায় পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে নড়াইল পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও জামায়াতের সন্ত্রাসী কর্মী ইমরুল কায়েস (৩৪) নিহত হন। তিনি নড়াইল পৌরসভার ডুমুরতলা গ্রামের হাজী আনোয়ার হোসেন মোল্লার ছেলে। তার বিরুদ্ধে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধাদানসহ ৮টি মামলা ছিল বলে পুলিশ তখন জানায়।

২০১৩ সালের ১১ ডিসেম্বর বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকায় পুলিশের উপর হামলা চালান। তৎকালীন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোক্তার হোসেনসহ কমপক্ষে ১০ পুলিশ ও আরো অর্ধশতাধিক আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় ইমরুল কায়েস এজাহারভুক্ত আসামি ছিলেন।

হাফিজুল নিলু/এমজেড/এমএস